ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

অপরাধীদের ব্যাপারে তারেক রহমানের নতুন ঘোষণা

প্রকাশিত: ১৫:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৫

অপরাধীদের ব্যাপারে তারেক রহমানের নতুন ঘোষণা

ছবিঃ সংগৃহীত।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজের একটি ভিডিও বার্তায় বলেছেন, আমাদের ৬০ লক্ষ নেতাকর্মীর নামে মামলা হয়েছে পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে ৬০ লক্ষ জনসংখ্যা ও নেই। পরিবারের সবাই যেমন একই রকম হয় না, হতে পারে আমাদের এই লক্ষ লক্ষ নেতাকর্মীদের মধ্যেও কেউ কেউ বিভ্রান্ত হয়ে এমন কিছু কাজ করেছেন যা নৈতিকভাবে আমাদের পক্ষে সমর্থন দেওয়া সম্ভব নয়। আমাদের নৈতিক এবং দলীয় জায়গা থেকে আমরা সেই সকল নেতাকর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব, একজন কর্মী বা একজন নেতার বিরুদ্ধে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ আমাদের রাজনীতির অন্যতম একটি মূল স্লোগান বা মূল লক্ষ্য হচ্ছে, জনগণের সম্মতিতে থাকা অর্থাৎ জনগণের সমর্থন থাকে এমন অবস্থানে থাকা। জনগণের সমর্থন থাকে না এমন কোন কাজ যারা করেছে, আমরা আমাদের বহু নেতা কর্মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি।

আমি সমগ্র বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের লক্ষ কোটি নেতাকর্মীর উদ্দেশ্যে আমি একটি কথা বলব, যারা এই কথাটি বলে অন্য কিছু হাসিলের চেষ্টা করেন। দয়া করে সকলকে বলে দিবেন যে বিএনপি তার অবস্থান পরিষ্কার করেছে। বিএনপি একমাত্র দল যারা কোনদিন ডিনাইলে থাকে না। অর্থাৎ আমাদের ভিতরে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি। বিএনপি কোন অন্যায়কারীকে প্রশ্রয় দিতে চায় না।

মুহাম্মদ ওমর ফারুক

×