ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, আল্লাহ কবুল করেছে দেশ ত্যাগ : নায়েবে আমির ডা. তাহের

জামায়াতের প্রথম মহিলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ

প্রকাশিত: ১৫:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৫

জামায়াতের প্রথম মহিলা সম্মেলন অনুষ্ঠিত হলো আজ

ছবি: সংগৃহিত

দেশে প্রথম বারের মতো মহিলাদের নিয়ে সম্মেলন করল জামায়াতে ইসলামী।

প্রকাশ্যে জামায়াত ও ছাত্র শিবিরের একাধিক সমাবেশ অনুষ্ঠিত হলেও ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর নারীদেরকে নিয়ে প্রথমবারের মতো সম্মেলন করল দলটি। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ. জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ”আমরা চেয়েছিলাম শেখ হাসিনার পদত্যাগ, মহান আল্লাহ কবুল করেছে দেশ ত্যাগ”।

বিগত ১৫ বছর শেখ হাসিনা একটি জালেম সরকার হিসাবে দেশ পরিচালনা করে এসেছে। তার নেতা-কর্মীদের অত্যাচারে অনেক মায়ের বুক খালি হয়েছে। মা হারিয়েছে তার সন্তানকে, বোন হারিয়েছে তার ভাইকে, আর স্ত্রী হারিয়েছে তার স্বামীকে। আল্লাহর অশেষ রহমতে এই জালেম সরকারের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি।

ডা. তাহের আরো বলেন, ”আমি যখন এই আসনের সংসদ সদস্য ছিলাম, তখন চৌদ্দগ্রামে ব্যাপক উন্নয়ন হয়েছে। চৌদ্দগ্রাম ছিল একটি শান্তির বাগান। ছিলো না কোনো অস্ত্রের ঝঙ্কার। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চৌদ্দগ্রামে ত্রাশের রাজত্ব কায়েম করেছে”।

তিনি আরো বলেন, ”আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে যেন জামায়াতে ইসলামীর প্রার্থী বিপুল ভোটে বিজয় লাভ করতে পারেন, সে জন্য আপনারা আমাদের মা বোনদের কাছে গিয়ে জামায়াতে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন”।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে মহিলা সমাবেশে আরো বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, রাজনৈনিক ও পার্শ্ব সংগঠন বিভাগীয় সেক্রেটারি ডা. হাবিবা চৌধুরী সুইট, জেলা জামায়াতের আমির এড. মু. শাহজাহান, মহিলা বিভাগের কুমিল্লা অঞ্চলের সেক্রেটারী শাহিনা আক্তার, অঞ্চল সহকারী ফেরদৌসি সুলতানা, শাহিন আক্তার প্রমুখ।

সূত্র: https://www.facebook.com/share/18uF725eyy/

মায়মুনা

×