ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

রক্ত চক্ষুকে উপেক্ষা করেছে বিএনপি: তারেক রহমান

প্রকাশিত: ১৪:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

রক্ত চক্ষুকে উপেক্ষা করেছে বিএনপি: তারেক রহমান

ছবি: সংগৃহীত।

জেলা বিএনপি দীপারষিক সম্মেলনে ভার্চুয়াল বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমান দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। চলে আসে বিগত স্বৈরাচার সরকারের প্রসঙ্গ। 

তারেক রহমান বলেন, আমরা বিভিন্ন মানুষের কাছে সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই। অবশ্যই প্রতিটি মানুষের সেই অধিকার আছে দেশের জন্য দেশের মানুষের জন্য কি চিন্তা ভাবনা করেন সেই মনোভাব প্রকাশ করার। 

তিনি আরো বলেন, এখন অন্য সব মানুষ নিজের মতামত প্রকাশ করতে পারছে এখানেই তাদের সাথে বিএনপির পার্থক্যটা বোঝা যায়। 

এই প্রসঙ্গে তিনি বলেন, স্বৈরাচার যখন অস্ত্রের বলে দখলদারি করে রেখেছিল, আমাদের শত শত নেতাকর্মীকে গোম খুনের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছিল তখন তার রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের মানুষের সামনে ৩১ দফা উপস্থাপন করেছে।

নুসরাত

×