ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

নারীদের যথাযথ স্থান দিতে পারিনি, নতুন দল নিয়ে যা বললেন হাসনাত 

প্রকাশিত: ১২:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

নারীদের যথাযথ স্থান দিতে পারিনি, নতুন দল নিয়ে যা বললেন হাসনাত 

ছবি: সংগৃহীত

নতুন ছাত্র রাজনৈতিক দল গঠন ও কিভাবে তা সামলাবেন তা নিয়ে খোলাখুলি কথা বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি নির্বাচন প্রসঙ্গ তুলে বিভিন্ন কথা বলেন। 

যার এক পর্যায়ে তিনি মন্তব্য করেন, নারীদের যোগ্যতার যথার্থ মূল্যায়ন করা হয় না। তাদের শুধুমাত্র কোটা সিস্টেমের মাধ্যমে মূল্যায়ন করা হয়।

তিনি বলেন, নির্বাচনে যেটি হয়, আমরা অতীতের অভিজ্ঞতা খুব বেশি নেই। সংসদ সদস্যের ভাই-চাচা, একজন ভাইস চেয়ারম্যান, একজনকে বানানো হয় চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, একজনকে বানানো হয় ইউনিয়নের চেয়ারম্যান। 

তিনি আরও বলেন, এভাবে একটা পরিবারতন্ত্র বা ক্ষমতাকে কুক্ষিগত করার প্রবণতা থাকে, এবং স্থানীয় ইনস্টিটিউশনগুলো সেক্ষেত্রে যথাযথভাবে কাজ করতে পারে না।

রাজনৈতিক কাঠামোর কথা তুলে তিনি বলেন, আমাদের রাজনৈতিক কাঠামোতে, যেখানে পুরুষ-প্রধান (মেল-ডমিনেন্ট) একটি পরিস্থিতি বিরাজমান, সেখানে আমরা নারীদের যথাযথভাবে স্থান দিতে পারিনি। নারীদের শুধুমাত্র কোটা সিস্টেমের মাধ্যমে মূল্যায়ন করা হয়, কিন্তু তাদের যোগ্যতার যথার্থ মূল্যায়ন করা হয় না।

শিলা ইসলাম

×