ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

কোনও রাজনৈতিক দলের ভূমিকা জানানোর জন্য পোস্ট করিনি: সায়ের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

কোনও রাজনৈতিক দলের ভূমিকা জানানোর জন্য পোস্ট করিনি: সায়ের

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির এবং বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে বিতর্কের জেরে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি চার পর্বের বিস্তারিত পোস্ট করেছিলেন তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে। এবার শনিবার (২২ ফেব্রুয়ারি) তিনি আরেকটি পোস্ট করে জানালেন সেই পোস্টগুলো তিনি কার গুরুত্ব কতটুকু বা বিশেষ কাউকে ক্রেডিট দিতে অথবা কোনও গোষ্ঠী বা রাজনৈতিক দলের ভূমিকা কত জানানোর জন্য করেননি।

তিনি লিখেছেন, “জুলাই-আগস্ট আন্দোলনে কার গুরুত্ব কতটা বা বিশেষ কাউকে ক্রেডিট দেয়া অথবা কোন গোষ্ঠী/রাজনৈতিক দলের ভূমিকা কত সেসবের জন্য ৫০০০ শব্দের বেশি বিশাল রচনা লিখি নাই।

সায়ের লিখেছেন, “যে কারণে লিখেছি তা হলো, টু সেট দ্যা রেকর্ড স্ট্রেইট, যা সত্য এবং বস্তুনিষ্ঠ সেটা তুলে ধরা। এতে কে ছোট হলো বা কে বড়, সেসবে আমার কিছুই যায় আসেনা। সম্পূর্ণ লিখায় একবারের জন্যেও মাস্টার মাইন্ড বা এ জাতীয় কোনও শব্দ ব্যবহার করা হয়নি। আমার পক্ষে জানার কোনও সুযোগও ছিলোনা, কে কোন আদর্শের অনুসারী। আমর লেখায় বাংলাদেশের সামরিক বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আন্দোলনে পরোক্ষভাবে সহায়তার কথাও তেমনভাবে উল্লেখ করা হয়নি। সেটা তাদের অনুরোধেই।

আল জাজিরার এই সাংবাদিক আরও লিখেছেন, “হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে কিনা, অথবা ৫ আগস্ট, ২০২৪ কি হবে, সেটা আমরা কেউই জানতাম না। যারাই দেশের ভেতর থেকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, ভূমিকা রেখেছেন, তাঁরা নিজ জীবনের ঝুঁকি নিয়ে সেসব করেছেন। বাংলাদেশ ও দেশের জনগণের মুক্তিই ছিলো তাঁদের একমাত্র লক্ষ্য। কোনও কিছুর লোভে তাঁরা এসব করেননি। আমি আন্দোলনের সফলতার নেপথ্য ঘটনাবলি লিপিবদ্ধ করার চেষ্টা করেছি মাত্র (স্বপক্ষে সকল তথ্য-প্রমাণও রয়েছে)।

সূত্র: https://www.facebook.com/716730766/posts/pfbid0LKo1Qmse4mN4BkA9mxJebKVivTLtBESXZafdAzYCV8BucnykDAS3gYpzYZa1SJiRl/?app=fbl

 

এমটি

×