ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আওয়ামী লীগ ভারতের এজেন্ট : সারোয়ার তুষার

প্রকাশিত: ০১:২৩, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আওয়ামী লীগ ভারতের এজেন্ট : সারোয়ার তুষার

আওয়ামী লীগকে ভারতের এজেন্ট হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও আন্দোলনকর্মী সারোয়ার তুষার। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের রায় মেনে নেয়নি এবং তারা এখন পালিয়ে বেড়াচ্ছে।

বুধবার এক বক্তব্যে সারোয়ার তুষার বলেন, “৫ আগস্টের গণআন্দোলনে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। জনগণের রায়ের পরও এই দলকে আবার নির্বাচনের সুযোগ দেওয়া হবে কি না, সেটাই এখন প্রশ্ন। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করছে।”

তিনি অভিযোগ করেন, দীর্ঘ ৩৬ বছর ধরে রাজনৈতিক দলগুলো জনগণকে রাজনীতি শেখানোর চেষ্টা করেছে, কিন্তু বাস্তবে তারা দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তার মতে, ছাত্র ও তরুণ সমাজ ইতিহাস পড়ে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হচ্ছে এবং তারা আগের প্রজন্মের ভুলগুলো থেকে শিক্ষা নিচ্ছে।

সারোয়ার তুষার আরও বলেন, “আমাদের তরুণ সমাজ এখন প্রশ্ন করছে—তারা কি সারাজীবন রিকশা চালিয়ে যাবে, নাকি চাকরির নিশ্চয়তা পাবে? অথচ যারা ক্ষমতায় ছিল, তারা শুধু দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার করেছে। জনগণের দুর্দশার দিকে তাদের কোনো নজর নেই।”

তিনি ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে রাজপথে নেমেছে। তারা কোনো গোষ্ঠীর নির্দেশনায় নয়, বরং নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে।”

আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, “ছাত্রসমাজের বিপ্লবই প্রথমে শুরু হয়, তারপর তা গণআন্দোলনে রূপ নেয়। অতীতে ছাত্রলীগের বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছে, সেভাবেই এখন আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠছে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলাদেশের জনগণ এবার ফুঁ দিয়ে সব স্বৈরাচারী শক্তিকে উড়িয়ে দেবে। যারা গণতন্ত্রের কথা বলে অথচ নিজেরাই স্বৈরাচারী মনোভাব পোষণ করে, তাদের দিন শেষ হয়ে আসছে।”

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া

এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে দলীয় নেতারা বরাবরই বিরোধী পক্ষের এসব অভিযোগকে ভিত্তিহীন বলে আসছেন।

নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতা

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসন্ন নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছে। বিরোধী দলগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইলেও আওয়ামী লীগ তা মানতে নারাজ। এমতাবস্থায়, আগামী দিনগুলোতে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা নিয়ে সাধারণ জনগণও রয়েছে উৎকণ্ঠায়।

 

রাজু

×