ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের সমাবেশ,ব্যাপক প্রস্তুতি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ।।

প্রকাশিত: ২৩:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

২৮ বছর পর লক্ষ্মীপুরে জামায়াতের সমাবেশ,ব্যাপক প্রস্তুতি

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আগমনে লক্ষ্মীপুরে প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষের সমাগমের আয়োজন করা হয়েছে। শনিবার তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণজমায়েতের মঞ্চে প্রধান অতিথি হিসেবে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এতে নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনসহ দলের পক্ষ থেকে শৃঙ্খলা কমিটি থাকবে। 

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে গণজমায়েত উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা জামায়াতের আমীর এস ইউএম রুহুল আমিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, সকাল সাড়ে ৮ টা থেকে গণজমায়েতের কার্যক্রম শুরু হবে। এ উপলক্ষ্যে শহরজুড়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের শহর জামায়াতের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন। ১৯৯৬ সালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আমাদের একটি জনসমাবেশ হয়েছিল। তখন অনেক বাধা পেরিয়ে আমরা সমাবেশ সফল করেছি। ঠিক ২৮ বছর পর শনিবার আরেকটি ঐতিহাসিক জনসমাবেশ হবে। তবে এবার পরিস্থিতি আমাদের অনুকূলে রয়েছে। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম, জেলা জামায়াতের সাবেক অমির মো. হাসান উজ-জামান, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নাজির আহমেদ, এআর হাফিজ উল্যা, সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, সহকারী সেক্রেটারী এডভোকেট মহসিন কবির মুরাদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী। 
ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ড. রেজাউল করিম বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান জাতীয় নেতাদের মধ্যে অন্যতম। সেজন্য তার কথা শুনবার জন্য পঙ্গপালের জন্য ছুটে আসবে। দেশের আগামি দিনের নির্বাচন, স্থানীয় নির্বাচন, পিআর পদ্ধতিতে নির্বাচন ও ৪১ দফা নিয়ে তিনি দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। রাজনীতিতে নতুন দল আসবে, আমরা অভিনন্দন জানাই। দেশের প্রধান সমস্যা দুর্নীতি ও দুঃশাসন এই দুটি কবল থেকে জাতিকে মুক্ত করতে হবে। এরজন্য রাজনীতিবিদ ও সাংবাদিক যদি ওতোপ্রোতোভাবে প্রচেষ্টা চালাতে হবে।
মহিউদ্দিন মুরাদ

সাজিদ

×