ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বিএনপি শীর্ষে, আওয়ামী লীগপন্থি দ্বিতীয়, জামায়াত রইল শূন্য!

প্রকাশিত: ২০:২৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি শীর্ষে, আওয়ামী লীগপন্থি দ্বিতীয়, জামায়াত রইল শূন্য!

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মনিরুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে রফিক উল্যা নির্বাচিত হয়েছেন। মোট ৯টি পদে বিএনপিপন্থি আইনজীবীরা জয় লাভ করেছেন। এছাড়া, আওয়ামী লীগপন্থি প্রার্থীরা ৪টি পদে এবং স্বতন্ত্র দুইজন প্রার্থী বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে জামায়াতপন্থি কোনো প্রার্থী জয়ী হতে পারেননি।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী আজগর হোসেন নির্বাচনের ফলাফল নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৪০৪ জন ভোটারের মধ্যে ৩৮৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

আসিফ

×