ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

১৭ বছর প্রাণ হাতে নিয়ে শহীদদের বেদিতে আসতে হয়েছে: রিজভী

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ১১:৪৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

১৭ বছর প্রাণ হাতে নিয়ে শহীদদের বেদিতে আসতে হয়েছে: রিজভী

ছবি: জনকন্ঠ

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘‘একুশে ফেব্রুয়ারির চেতনা কখনো ম্লান হবে না, এটি আমাদের প্রেরণার উৎস।’’ রিজভী আরও বলেন, ‘‘যদি আবার কোনো ফ্যাসিজম বা ডিকটেটরের উত্থান ঘটে, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে রাজপথে লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করবে।’’

তিনি বলেন, ‘‘একুশে ফেব্রুয়ারি ছিলো অধিকার ও সাংস্কৃতিক সংগ্রামের প্রথম সোপান। এই চেতনা আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রেরণা জুগিয়েছে এবং প্রতিটি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সাহস দিয়েছে।’’

রিজভী আরও বলেন, ‘‘১৭ বছর আগে আমরা শহীদ মিনারে আসতে ভয় পেতাম, কারণ সেই সময় স্বৈরাচারের কবলে ছিলাম। কিন্তু একুশের চেতনায় আমরা লড়াই করে সেই ভয়ংকর সরকারকে ক্ষমতাচ্যুত করেছি।’’

এর আগে, ভোর সাড়ে ছয়টায় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে বিশাল প্রভাত ফেরি বের করেন রিজভী। তারা ভাষা শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ ও ফাতেহা পাঠ করে শহীদ মিনারে পৌঁছান।

জাফরান

×