ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

হাসিনা কী স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিলেন? : ফজলুর রহমান

প্রকাশিত: ১১:৩১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনা কী স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিলেন? : ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র নেতা ফজলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনো স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিলেন না, বরং তিনি ছিলেন কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, বিএনপি সবসময় কেন্দ্রীয় সরকার ও সংসদের পতনের জন্য আন্দোলন করেছে।

রোববার এক জনসভায় এক দফা, এক দাবি হাসিনা, তুই কবে যাবি? এই স্লোগান সম্পর্কে প্রশ্ন তুলে তিনি বলেন, হাসিনা কি স্থানীয় সরকারের উপজেলা চেয়ারম্যান ছিল? না! সে তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ছিল। আমরা তো কেন্দ্রীয় সরকার, পার্লামেন্টের সরকারের পতন চেয়েছিলাম।

তিনি আরও বলেন, হাসিনা চলে গেছে, প্রধানমন্ত্রী নেই, সরকার নেই। কাজেই, আমরা হাসিনাকে সরিয়েছি। প্রথমে প্রধানমন্ত্রী হবে, তারপর সরকার হবে, তারপর পার্লামেন্ট হবে, তারপর স্থানীয় নির্বাচন হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, ১৮ বছর বিএনপির ডানার নিচে লুকিয়ে ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাড়ির আঁচল দিয়ে সন্তানের মতো লুকিয়ে রেখেছিলেন। এখন সামান্য একটু সুযোগ পেয়ে সব দখল করে ফেললেন।

তিনি সতর্ক করে বলেন, এই চক্রান্ত আমরা মানবো না! এই চক্রান্ত আমরা মানবো না! একইসঙ্গে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে আল্লাহর রহমতে ও জনগণের দয়ায় বিএনপি দুই-তৃতীয়াংশের ওপর মেজরিটি পাবে, ইনশাআল্লাহ। 

শিলা ইসলাম

×