ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ছাত্র-তরুণদের আন্দোলনে "মধ্যবর্তী" অবস্থান গ্রহণের কোন সুযোগ নেই

প্রকাশিত: ০৮:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র-তরুণদের আন্দোলনে

ছবি:সংগৃহীত

ছাত্র-তরুণদের আন্দোলনে "মধ্যবর্তী" অবস্থান গ্রহণের কোন সুযোগ নেই

মানবাধিকার কর্মী, লেখক ফরহাদ মজহার ২১ শে ফেব্রুয়ারিতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ, এই  স্ট্যাটাস দেন। 
তিনি মন্তব্য করেন,

 

 

 

তিনি বলছেন, ছাত্র-তরুণরা গণঅভ্যুত্থানের মাধ্যমে শক্তি অর্জন করেছে, এবং তাদের সমর্থন আছে দেশের সৎ সৈনিকদের, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। তবে, লেখক মনে করেন যে, ফ্যাসিবাদ, ফ্যাসিস্ট শক্তি, এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে সঠিক ধারণা না থাকলে বিভক্তি তৈরি হবে। 

 

 

 

তারা দাবি করছেন, আন্দোলনে 'মধ্যপন্থা' গ্রহণের কোনো সুযোগ নেই, এবং তাদের লড়াই পরিষ্কার—ফ্যাসিস্ট শক্তির পরাজয় ও গণভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা। লেখক নির্বাচনী রাজনীতি এবং ভোট-কেন্দ্রিক ফ্যাসিবাদী মডেলকে সমালোচনা করেছেন, যা জনগণের স্বার্থের বিরুদ্ধে যায়। 

 

 

 

 

এছাড়া, বর্তমান সরকারের ভূমিকা এবং কিছু গুরুত্বপূর্ণ উপদেষ্টার পদত্যাগের বিষয়ে লেখক তাদের সমর্থন দেননি, বরং তাদের উচিত সরকারের ভিতর গণমানুষের পক্ষের শক্তিকে আরও শক্তিশালী করা। ছাত্র-তরুণদের নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে লেখক, এবং এদের উদ্যোগকে সমর্থন করেছেন, যা গণভ্যুত্থানের মাধ্যমে উপদেষ্টা সরকার প্রতিষ্ঠার প্রাসঙ্গিকতা তুলে ধরছে।

আঁখি

×