ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

মাহিন সরকার

মন খুলে কথা বলতে পারাটা মানুষের চিরায়ত অধিকার

অনলাইন রির্পোটার

প্রকাশিত: ০৮:৩৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৮:৪২, ২১ ফেব্রুয়ারি ২০২৫

মন খুলে কথা বলতে পারাটা মানুষের চিরায়ত অধিকার

ছবি: মাহিন সরকার, সংগৃহীত

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি ভাষার স্বাধীনতা এবং ছাত্র আন্দোলনের ভূমিকা নিয়ে কথা বলেছেন।

তিনি বলেন, "মন খুলে কথা বলতে পারাটা মানুষের চিরায়ত অধিকার। যাদের ত্যাগের বিনিময়ে বাংলা ভাষা তৎকালীন পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং মাতৃভাষার ধারাবাহিকতা রাষ্ট্রের সর্বক্ষেত্রে রক্ষা পায়, তেমন ২৪'র গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শহীদ এবং আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করছি।"

তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, ১৯৫২ থেকে ২০২৪—প্রতিটি অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "সকল ক্রিয়াশীল ফ্যাসিবাদবিরোধী ছাত্রসংগঠন ২৪ এ যেমন ভূমিকা রেখেছে, ৫২ তেও তাদের পূর্বসূরিদের ভূমিকা ছিল।"

মাহিন সরকার আরও বলেন, "আমরা অনেক সময়ই কোনো পক্ষের রাজনৈতিক ভুল সিদ্ধান্তকে কড়া সমালোচনা করি, এটাকে স্বাধীনভাবে ভাষার ব্যবহারের একটি উদাহরণ বলা যায়। আমরা এর দ্বারা কাউকে আঘাত করা নয়, বরং তার খারাপ কাজকে সমালোচনা করি যাতে সবাই সঠিক পথে থাকতে পারে।"

তার মতে, ভাষার স্বাধীনতা রক্ষার জন্য পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়া জরুরি এবং ছাত্রসমাজের ঐক্য অটুট থাকলে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সফল হবে। তিনি তার বক্তব্যের শেষে বলেন, "ছাত্রসমাজের ঐক্য দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ।"

এই পোস্ট ইতোমধ্যেই ছাত্রসমাজের মধ্যে আলোড়ন তুলেছে এবং অনেকেই মাহিন সরকারের বক্তব্যের প্রশংসা করছেন।

 

জাফরান

×