ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত হতে দেবো না : ছাত্রদল

প্রকাশিত: ০১:০১, ২১ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ভূলুণ্ঠিত হতে দেবো না : ছাত্রদল

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, কিছু কিছু ছাত্রনেতা আপনাদের মাধ্যমে মিডিয়া ফোকাস নিয়ে অনেক বড় বড় কথা বলে, জাতীয় ফিগার হয়ে গেছেন,কথাবার্তা মুখে লাগাম দিয়ে বলুন। সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করবেন না। শিক্ষার্থীদের তৎকালীন আন্দোলনের প্রেক্ষিতে যে বৈষম্য বিরোধী ব্যানার তৈরি হয়েছে, তাতে আমারাও তাদের সহযোগীতা করেছি।মাত্র ছয় মাসের ব্যবধানে কেন ব্যানারটি প্রশ্নবিদ্ধ হয়ে গেল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের চেতনাকে ছাত্রদল ভূলুণ্ঠিত হতে দেবে না। ।


সিলেট এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলা এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে ঢাবি ছাত্রদল।


সাহস বলেন,মব তৈরির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইলে তা প্রতিহত করা হবে । ক্যাম্পাসের যে কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রদল অতীতের মতো সবসময় সোচ্চার থাকবে উল্লেখ করে তিনি বলেন, ’৭১-এর পরাজিতরা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চেয়ে নামে-বেনামে মব তৈরি করে গুপ্ত কার্যক্রম চালাচ্ছে। যদি এমন কার্যক্রম চলতে থাকে তাহলে গুপ্তদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে সাধারণ শিক্ষার্থীরা।


হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ছাত্রদলের পেছনে লাগবেন না, যৌক্তিক সমালোচনা করুন।

সকল ছাত্র সংগঠনকে একত্রিত হয়ে থাকার আহ্বান জানিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি বলেন, ঐক্যবদ্ধভাবে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে রুখে দিতে হবে যে কোনো ফ্যাসিবাদী আগ্রাসন।

সাজিদ

×