ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ছাত্রদলকে বিতর্কিত করতে ফাঁদ পেতেছে গুপ্ত সংগঠন, বললেন সাহস

প্রকাশিত: ২৩:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:৫২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদলকে বিতর্কিত করতে ফাঁদ পেতেছে গুপ্ত সংগঠন, বললেন সাহস

ছবি: সংগৃহীত।

আজ (২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্্যালয় ছাত্রদল সভাপতি গণেষ চন্দ্র রায় সাহস। তার বক্তব্যে তিনি সমসাময়িক ছাত্র রাজনীতি এবং সাধারণ শিক্ষার্থীদের অনুভূতিকে ঘিরে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিনি বলেন, “কিছু ছাত্রনেতা মিডিয়ায় বড় বড় কথা বলছেন, যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাদের প্রতি আমার আহ্বান—মুখে লাগাম দিয়ে কথা বলুন। সাধারণ শিক্ষার্থীদের অনুভূতি নিয়ে খেলবেন না। আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যেমন সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্ট ধারণ করি এবং তা থেকে আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি, আপনাদেরও সেভাবে সাধারণ শিক্ষার্থীদের মনোজগতে প্রবেশ করার চেষ্টা করবেন।”

তিনি আরও বলেন, “রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে হুটহাট অনেক কিছু বলে দিলেই সাধারণ শিক্ষার্থীরা তা গ্রহণ করবে না। এই ধরনের বক্তব্য দিয়ে আন্দোলন-সংগ্রাম সৃষ্টি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা যদি কেউ করে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে।”

তিনি উল্লেখ করেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শাসনের সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন হামলা, মামলা, গুম, ও হত্যার শিকার হয়েছে। তিনি ৫ আগস্টের আন্দোলন এবং তার পরবর্তী সময়ের কথা স্মরণ করে বলেন, “আমাদের অনেক নেতা-কর্মী প্রাণ হারিয়েছেন। কিন্তু আমরা কখনও রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করিনি। আন্দোলনের সময় যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেটি অটুট রাখতে হবে।”

সাহস বলেন, “আমরা সবাই যেন ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র-জনতার মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, তা ধরে রাখতে পারি। ফ্যাসিবাদের দোসররা সুযোগ পেলেই আঘাত হানার চেষ্টা করবে। সুতরাং, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রকৃত শিক্ষার্থীদের দাবিদাওয়াকে গুরুত্ব দেয় এবং তাদের পক্ষেই কাজ করে।”

তিনি আরও যোগ করেন, “ছাত্রদলের যৌক্তিক সমালোচনা আমরা গ্রহণ করতে প্রস্তুত। তবে যদি অযৌক্তিকভাবে আমাদের বিতর্কিত করার চেষ্টা করা হয়, তাহলে আমরা গণতান্ত্রিকভাবে তা প্রতিহত করব।”

তার বক্তব্যে সবাইকে সতর্ক করে বলেন, “বর্তমানে কিছু গোপন সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। আমি অনুরোধ করব, কেউ এই ফাঁদে পা দেবেন না।”

তিনি শেষ করেন এই আহ্বান জানিয়ে যে, “যদি গণতান্ত্রিক একটি রাষ্ট্র নির্মাণে নেতৃত্ব দিতে চান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। তবে যদি মব ক্রিয়েট করে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেন, তাহলে আমরা শক্ত হাতে তা প্রতিহত করব।”

তিনি উপস্থিত ছাত্রদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের একমাত্র লক্ষ্য সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা। সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে।”

সূত্র: https://www.youtube.com/watch?v=-zbKTFFdA1Y

সায়মা ইসলাম

×