ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি বজায় থাকতে হবে: দুদু

প্রকাশিত: ২৩:২৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:২৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি বজায় থাকতে হবে: দুদু

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নেতা সামসুজ্জামান দুদু জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিয়ে সরকারের প্রয়োজনীয় সংস্কারে বিএনপি সহযোগিতা করতে প্রস্তুত। তবে জামায়াতে ইসলামী তাদের নিজস্ব ভাবনায় এগোচ্ছে এবং এতে বিএনপির কোনো হস্তক্ষেপ নেই বলে তিনি উল্লেখ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের উদ্যোগকে স্বাগত জানালেও আরও সুপরিকল্পিতভাবে মাঠে নামার পরামর্শ দেন। তার মতে, সুষ্ঠু নির্বাচন না হলে দেশের রাজনৈতিক ভারসাম্য বিঘ্নিত হতে পারে, যা প্রতিবেশী দেশের জন্য সুবিধাজনক হবে।

এদিকে, কুয়েটের সাম্প্রতিক ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ক্যাম্পাসে সুস্থ ধারার ছাত্ররাজনীতি বজায় রাখা জরুরি এবং এ নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।

আসিফ

×