ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ছাত্রদলের সভাপতির পদ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রকাশিত: ২২:২৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্রদলের সভাপতির পদ পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত।

নাটোরের সিংড়া উপজেলার কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। তবে এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে সভাপতি করায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ওই ছাত্রলীগ নেতার নাম মো. শাকিল হোসেন। তিনি কলম ইউনিয়ন ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।

শাকিল হোসেন ছাত্রলীগের পদে থাকার একটি অফিসিয়াল প্যাডের কপি গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে। এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া আওয়ামী লীগের কর্মসূচিতে তার উপস্থিতির ছবিও বিষয়টি ঘিরে বিতর্ক আরও বাড়িয়েছে। এ ঘটনায় সিংড়ার রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা।

এদিকে, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে থাকা মুনছের আলীর বঙ্গবন্ধুর ছবি সম্বলিত গেঞ্জি পরা একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে, কলম ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল হোসেন বলেন, "আমার এলাকার একজন ছাত্রলীগের নেতা ছিল, সে কমিটিতে আমার নাম দিয়েছিল। বিষয়টি আমি জানতাম না। বিগত সময়ে এলাকাভিত্তিক রাজনীতির কারণে ছাত্রলীগের একটি প্রোগ্রামে গিয়েছিলাম। সেখানকার একটি ছবিই এখন ভাইরাল হয়েছে। বিষয়টি আমি অস্বীকার করছি না। তবে আমরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, এটা এলাকার সবাই জানে।"

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম বলেন, "কলম ডিগ্রি কলেজের বিষয়টি আংশিকভাবে ফেসবুকের মাধ্যমে জেনেছি। তবে আনুষ্ঠানিকভাবে কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেব।"

এই ঘটনায় জেলা ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

সায়মা ইসলাম

×