ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বিএনপি সুষ্ঠু নির্বাচন চায়, ক্ষমতা নয়: হাফিজ উদ্দিন

প্রকাশিত: ২২:২১, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিএনপি সুষ্ঠু নির্বাচন চায়, ক্ষমতা নয়: হাফিজ উদ্দিন

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি কখনও সরাসরি ক্ষমতা চায়নি, বরং দলটি বরাবরই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। তিনি বলেন, "আমরা তো বলি নাই বিএনপিকে ক্ষমতা দেন। আমরা বলেছি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেন। জনগণ যাকে খুশি বেছে নিক।"

তিনি অভিযোগ করেন, "একধরণের আতেল বাংলাদেশে গজিয়ে উঠেছে, যাদের সাথে জনগণের কোন সংযোগ নেই। তারা জানে জনগণ তাদের কখনো গ্রহণ করবে না। তাই তারা তাদের আজব ধ্যান-ধারণা জনগণের উপর চাপিয়ে দিতে চায় এই ছাত্রদের মাধ্যমে"।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি গত ১৭ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে কঠোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তার ফলেই আজকের বাংলাদেশ গড়ে উঠেছে। তবে এখন সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মহাসুযোগকে নষ্ট করার অপচেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

সূত্র : https://www.facebook.com/share/v/1Me4MWXSMW/

আসিফ

×