ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

দেশপ্রেম শেখাতে রাজনীতি করা লাগে না, ভালো মানুষ হতে হয়: সাংবাদিক ইলিয়াস

প্রকাশিত: ০১:৩২, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:৩৪, ২০ ফেব্রুয়ারি ২০২৫

দেশপ্রেম শেখাতে রাজনীতি করা লাগে না, ভালো মানুষ হতে হয়: সাংবাদিক ইলিয়াস

সাংবাদিক ইলিয়াস হোসেন মনে করেন, দেশপ্রেম শেখার জন্য ছাত্রজীবনে রাজনীতি করা জরুরি নয়, বরং ভালো মানুষ হওয়াই যথেষ্ট। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন-
“ছাত্র রাজনীতি নি'ষি'দ্ধ চাই। দেশপ্রেম শেখার জন্যে ছাত্রজীবনে রাজনীতি করা লাগে না, ভালো মানুষ হতে হয়।”


তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন, আবার কেউ কেউ দ্বিমত জানিয়েছেন।
অনেকেই মনে করেন, শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রাখা উচিত। তাঁদের মতে, বিশ্ববিদ্যালয়গুলোর মূল উদ্দেশ্য পড়াশোনা ও জ্ঞানচর্চা, রাজনীতি নয়। অনেকে শিক্ষাঙ্গনে লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে গণতান্ত্রিক ছাত্রসংসদ রাজনীতি চালুর পক্ষে মত দিয়েছেন। 


তাঁদের মতে, এতে শিক্ষার্থীরা রাজনৈতিক নেতাদের অনুগত হয়ে চাঁদাবাজিতে লিপ্ত না হয়ে সুশিক্ষা গ্রহণ করতে পারবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।
অন্যদিকে, কেউ কেউ মনে করেন, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলেই সমস্যার সমাধান হবে না। বরং রাজনৈতিক দলগুলোর অনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে, যাতে শিক্ষার্থীরা প্রকৃত নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারে।

আফরোজা

×