ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ফেসবুকে তাশরিফ খান

বাকি সব পরে হবে, আপাতত ছিনতাইকারিদের থেকে একটু সেফটি নিশ্চিত করতে পারবেন প্লিজ?

প্রকাশিত: ০১:২৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বাকি সব পরে হবে, আপাতত ছিনতাইকারিদের থেকে একটু সেফটি নিশ্চিত করতে পারবেন প্লিজ?

ছবি : সংগৃহীত

সম্প্রতি রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সংগীতশিল্পী তাশরিফ খান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন, “একটা এলাকার পুলিশ কি জানে না ছিনতাই কোথায় হয়, কারা করে, এরা কোথায় থাকে?”

তিনি ছিনতাইকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “ছিনতাইকারীরা নির্দয়ভাবে মানুষকে আঘাত করছে, কুপিয়ে আহত করছে—এদের ফাঁসি কেন হবে না? আমরা কি অপেক্ষা করব, কবে কারও প্রাণ যাবে, তারপর বিচার হবে?”

তাশরিফ আরও অভিযোগ করেন, ছিনতাইকারীরা ধরা পড়লেও দ্রুত জামিনে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়ে। তিনি প্রশ্ন রাখেন, “কোর্ট থেকে তারা জামিনে বের হয় কিভাবে? এদের শাস্তি নিশ্চিত করতে আইন পরিবর্তন, জেল ও আদালতের সংখ্যা বাড়ানোর প্রয়োজন হলে তা করা হোক।”

তিনি প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেখতে চান এবং সাত দিনের মধ্যে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। “এক-দুইজনের কঠিন শাস্তি নিশ্চিত করলে বাকিরাও ভয় পাবে, আর আমরা সাধারণ মানুষও একটু স্বস্তি পাবো,” যোগ করেন তাশরীফ।

রাজধানীতে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নিচ্ছে, সে বিষয়ে দ্রুত স্পষ্ট ঘোষণা চান তিনি।

মো. মহিউদ্দিন

×