ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

কেমন হবে তরুণদের নতুন রাজনৈতিক দল?

প্রকাশিত: ২৩:৫৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:০৩, ২০ ফেব্রুয়ারি ২০২৫

কেমন হবে তরুণদের নতুন রাজনৈতিক দল?

ছবি: সংগৃহীত।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দলের কাঠামো ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, “এই রাজনৈতিক দলে কোনও এক নেতা বা পরিবারের প্রভাব থাকবে না। বরং এখানে প্রত্যেকেই তাদের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নেতৃত্বে আসতে পারবেন।”

সারজিস আলম জানান, তরুণ প্রজন্মের এই দলটি পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, “বিগত সময়ের রাজনৈতিক দলগুলোর কৃষ্টি-কালচার মানুষকে হতাশ করেছে। সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমরা গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতার উপর ভিত্তি করে এগোতে চাই। এই দলে প্রত্যেকেই তাদের দক্ষতার প্রমাণ দিয়ে নেতা হয়ে উঠবে। যদি কেউ সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারে, তাহলে তাকে দায়িত্ব ছাড়তে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, “২০২৫ সালের ফেব্রুয়ারির শেষ দশকের মধ্যেই এই নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।”

সারজিস আলম জানান, তরুণ প্রজন্ম তাদের সীমাবদ্ধতা স্বীকার করে এবং সেগুলো সংশোধনের জন্য কাজ করে। তিনি বলেন, “পুরনো রাজনৈতিক নেতারা ভুল করলেও তা স্বীকার করতে দ্বিধা করেন। কিন্তু আমরা বিশ্বাস করি, আমাদের ভুলগুলো স্বীকার করে তা শোধরানোই উন্নতির পথ। তরুণদের এই মানসিকতাই আমাদের শক্তি।”

সারজিস আলম আরও বলেন, “তরুণ প্রজন্মের সবচেয়ে বড় শক্তি তাদের সাহস এবং দূরদর্শিতা। আমাদের নেতৃত্বে এমন তরুণরা থাকবে, যারা বাংলাদেশের প্রতিটি কোণায় ইয়াং জেনারেশনের সাথে সরাসরি সংযুক্ত। আমরা একসাথে রাজপথে লড়াই করেছি, আমাদের মধ্যে মানসিকতার কোনও বিভাজন নেই। সময়ের চাহিদা অনুযায়ী আমরা কাজ করব এবং পুরনো দলগুলোর তুলনায় অনেক এগিয়ে থাকব।”

তিনি আরও উল্লেখ করেন, “এই তরুণ প্রজন্মের নেতৃত্বে থাকা দলটি পরিবারকেন্দ্রিক হবে না। বরং এটি একটি সত্যিকারের গণতান্ত্রিক চর্চার উদাহরণ হয়ে উঠবে।”

সাক্ষাৎকারে সারজিস আলম জানান, “১৬ বছরের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে যে খুনি হাসিনাকে দেশ ছাড়া করা সম্ভব হয়নি, তরুণ প্রজন্ম মাত্র ৩৬ দিনের লড়াইয়ে তাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এটি আমাদের সাহসিকতা ও নেতৃত্বের সাফল্যের একটি উদাহরণ।”

তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দল গণতান্ত্রিক কাঠামো, স্বচ্ছতা এবং যুগোপযোগী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: https://www.facebook.com/share/v/16447Z3m7s/

সায়মা ইসলাম

×