ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

কুয়েটে হামলায় বৈষম্যবিরোধী আন্দোলন ও শিবিরকে দায়ী করেছেন নাসির

প্রকাশিত: ২৩:৪১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েটে হামলায় বৈষম্যবিরোধী আন্দোলন ও শিবিরকে দায়ী করেছেন নাসির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আজ (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেছেন, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে।" তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, "গতকাল, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে সম্পর্কে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।"

তিনি আরো জানান, "এর দুই দিন আগে, ১৬ ফেব্রুয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের একটি সাংগঠনিক দল খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই কিলোমিটার দূরে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সদস্য ফরম বিতরণ করেছিল। এই কর্মসূচির মাধ্যমে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে চাই।"

নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, "পদক্ষেপের দুই দিন পর, ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তিনজন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং শিবিরের সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হন। এরা দীর্ঘ ১৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে গোপনে রাজনীতি চালিয়ে আসছে।"

তিনি জানান, "হামলার পর নেতাকর্মীরা পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেন, কিন্তু সেখানে গিয়ে হামলাকারীরা দোকানদারকেও আক্রমণ করে। এই ঘটনা আরো একধাপ এগিয়ে গিয়ে গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।"

নাসির উদ্দিন নাসির বলেন, "এই হামলার পর আমরা বিশ্বাস করি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যদি প্রথম থেকেই এমন আচরণ না করতেন, তবে গতকালের সংঘাতটি কখনোই বাড়তো না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোনোভাবেই এই সহিংসতা সমর্থন করে না এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।"

তিনি আরও বলেন, "আমরা বিশ্বাস করি, প্রতিটি ছাত্র সংগঠনের গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে, এবং এ ধরনের হামলার ফলে ইতিবাচক রাজনীতির বিকাশ বাধাগ্রস্ত হবে না।"

সূত্র:https://tinyurl.com/vh94asab

আফরোজা

×