
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের কারণে নির্বাচন আয়োজন নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। রাজধানীর কৃষি ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি হুঁশিয়ার করে বলেন, আবারও কেউ ‘এক-এগারো’ চাইলে তা সফল হবে না। স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়।আলোচনা সভায় বিএনপির শীর্ষ নেতারা বলেন, বল প্রয়োগ নয়, জ্ঞানভিত্তিক গঠনমূলক রাজনীতি প্রয়োজন। তারা বিএনপির সুনাম নষ্টের চক্রান্তের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারের পতনের পর মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচন দিতে বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে, তবে তাদের আন্তরিকতা নিয়ে সন্দেহ রয়েছে। তিনি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, সরকার দল গোছাতে অপকৌশল নিচ্ছে, যা প্রমাণিত হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার বক্তব্যে।
তিনি আরও বলেন, সরকার যদি গণতন্ত্র বিসর্জন দিয়ে একতরফা পরিকল্পনা করে, তাহলে তার পরিণতি ভালো হবে না।
সূত্র : https://www.youtube.com/watch?v=PTF0GofTDiI
রাজু