ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

আ.লীগের ‘আ’ লিখতেও ১০ বছর লাগবে: ফজলুর রহমান

প্রকাশিত: ২২:৩৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

আ.লীগের ‘আ’ লিখতেও ১০ বছর লাগবে: ফজলুর রহমান

ছবি: সংগৃহীত।

আওয়ামী লীগকে উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, আল্লাহর কাছে বলেছিলাম শেখ হাসিনার পতন না দেখিয়ে আমাকে মৃত্যু দিও না। আল্লাহ আমার কথা শুনেছে। আওয়ামী লীগের ‘আ’ লিখতে ১০ বছর লাগবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়ামে এই জনসভায় তিনি এসব কথা বলেন।

অ্যাড. ফজলুর রহমান বলেন, ভারত সরকার যা করেছে আমরা কিছুতেই তাদের সমর্থন করতে পারি না। শেখ হাসিনাকে তারা অন্যায়ভাবে ক্ষমতায় রাখার চেষ্টা করেছে। ভারত যদি আমাকে ভাই ডাকে তাহলে তাকে আমি দাদা ডাকবো। ভারত যদি আমাদের বন্ধু ডাকে তাহলে তাদের বন্ধু ডাকবো। যত চক্রান্ত হচ্ছে সেই চক্রান্ত থেকে দেশকে মুক্ত করার জন্য বিএনপির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে।

বিএনপির এই নেতা বলেন, আজকে যারা এই দেশকে আবার নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চাই তাদের চরিত্রের পরিবর্তন হয় নাই। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোনো ঐক্য নাই। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। জিয়াউর রহমানের বাংলাদেশ চাই। বহুদলীয় গণতন্ত্রের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ চাই বলে আমরা আগামী দিনে নির্বাচনের মাধ্যমে মানুষের ধৈর্যের দ্বার গণতন্ত্রের মাধ্যমে খুলতে চাই। সেই গণতন্ত্র বাংলাদেশে কায়েম করবো। এই দেশ হবে সকলের। কোনো ভেদাভেদ থাকবে না। এখানে সংস্কৃতি থাকবে, ধর্ম থাকবে। সবাই একসাথে বসে যার যার আদর্শ পালন করবো।

বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নেই উল্লেখ করে ফজলুর রহমান বলেন, জামায়াত ইসলামীকে আমি শত্রু মনে করি না। কোনো দলকে আমি শত্রু মনে করি না। কিন্তু যদি ওই আইয়ুব খানের মতো, হোসাইন মুহাম্মদ এরশাদের মতো বাহানা করে জটিল পথে কঠিন পথে নির্বাচনকে ধ্বংস করতে চাই তাহলে বিএনপি কাউকে ছাড়বে না। বিএনপির সঙ্গে ৯০ পার্সেন্ট গণতান্ত্রিক দল বিএনপির কথা জাতীয় নির্বাচন চাই। কিছুতেই দীর্ঘায়িত হতে দিবো না। আমরা বর্তমান সরকারকে বিশ্বাস করতে চাই। সেই বিশ্বাসের খেয়ানত করবেন না।

নুসরাত

×