ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

জীবনের শিক্ষা নিতে সবাইকে অন্তত ৭ দিন জেলে থাকা উচিত, বললেন পলক

প্রকাশিত: ২২:০২, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

জীবনের শিক্ষা নিতে সবাইকে অন্তত ৭ দিন জেলে থাকা উচিত, বললেন পলক

ছবি : সংগৃহীত

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “জেল জীবন চরম। জীবনের শিক্ষা নিতে হলে সবাইকে অন্তত সাত দিন জেলে থাকা উচিত। যদি কখনো জেল থেকে বের হতে পারি, তবুও আমি এ কথাই বলব।”

তিনি এ মন্তব্য করেন বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর হাকিম আদালতের সাক্ষী বাক্সে দাঁড়িয়ে। আইনজীবী ও পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

সকাল ১০:৫৮ মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে তাকে আদালতে আনা হয়। এ সময় তার মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাফ এবং গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। আদালতের পথে তিনি বলেন, “সত্যকে মিথ্যার চাদরে ঢেকে রাখা যায় না। মিথ্যা সাময়িকভাবে সত্যকে আড়াল করলেও, সত্যের জয় অবশ্যম্ভাবী, ইনশাআল্লাহ।”

পরে তাকে ঢাকা মহানগর হাকিম এম এ আজহারুল ইসলামের আদালতের আসামির কাঠগড়ায় তোলা হয়।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ আগস্ট ঢাকার সায়েন্স ল্যাব থেকে জিগাতলা যাওয়ার পথে বৈষম্যবিরোধী এক আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ রিয়াজ (২৩) গুরুতর আহত হন।

তার মাথায় গুলি লাগলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে তিনি মারা যান।

পরে তার মা মোছাম্মৎ শাফিয়া বেগম গত ৯ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

মো. মহিউদ্দিন

×