
ছবি: সংগৃহীত
নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজধানীতে ছাত্রদলের এক অনুষ্ঠানে, নতুন দল ভেরাতেই এমন কৌশল এই ধরনের মন্তব্য করেন তিনি।
নতুন সদস্য সংগ্রহে ফরম বিতরণ নবায়নের অনুষ্ঠান আয়োজন করে ঢাকা মহানগর ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব।
সেখানে বিএনপি মহাসচিব নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার প্রসঙ্গে এক উপদেষ্টার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ক্ষমতার সাত মাসেও নির্বাচনে দৃশ্যমান কোন উদ্যোগ নেই। উপদেষ্টাদের বক্তব্যে বিভ্রান্তি ও সমালোচনার সুযোগ তৈরি হচ্ছে।
তিনি আরো বলেন, যদি এই অন্তর্বর্তী সরকারের কেউ নিরপেক্ষতা হারায় আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। একই সাথে তিনি বলেন, নিজেদের স্বার্থেই অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্টদের জায়গা দিতে চায়।
সূত্রঃ https://www.youtube.com/watch?v=s7AiVKKk0l4
শিলা ইসলাম