
ছবি: সংগৃহীত
দুর্নীতি দমন কমিশন ছিল বিএনপি দমন কমিশন এমন মন্তব্য করেন কায়সার কামাল।
তিনি বলেন, এই মামলাটা অত্যন্ত আলোচিত একটি মামলা। কানাডিয়ান আদালত পর্যন্ত এই মামলা গিয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো যৌক্তিক বা আইনগত অভিযোগ না থাকা সত্ত্বেও, সেই মামলাটি ব্যবহার করে তাকে নানা ভাবে নাজেহাল করা হয়েছিল।
এই নিয়ে তিনি আরো বলেন, দুঃখজনকভাবে তখন দেশে আইনের শাসন ছিল না। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র ছিল, যার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটি চলমান ছিল। দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছিল।
বেগম খালেদা জিয়ার খালাস পাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এর ফলশ্রুতিতে, মামলাটি দীর্ঘদিন চলমান ছিল। আমরা তখনই বলেছিলাম, দেশে যদি সত্যিকার অর্থে আইনের শাসন থাকতো, তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায়বিচার পেতেন। আমরা মনে করি, আজকের রায়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খালাস পাওয়ায় তিনি ন্যায়বিচার পেয়েছেন।
শিলা ইসলাম