ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাল গণঅধিকার পরিষদ, সঙ্গে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতারা

প্রকাশিত: ১৫:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৫:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ওসিকে ফুলেল শুভেচ্ছা জানাল গণঅধিকার পরিষদ, সঙ্গে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতারা

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে বিতর্কে জড়িয়েছে গণঅধিকার পরিষদ ভাঙ্গা উপজেলা শাখা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভাঙ্গা থানায় ওসিকে শুভেচ্ছা জানাতে যান গণঅধিকার পরিষদের আহ্বায়ক আনিচুর রহমান ও সদস্য সচিব মো. আতিকুল্লাহ হেলালসহ নেতাকর্মীরা। তবে তাদের সঙ্গে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাও ছিলেন, যা ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এ বিষয়ে গণঅধিকার পরিষদ ভাঙ্গা শাখা থেকে মঙ্গলবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুগ্ম সদস্য সচিব করিম শরীফকে সাময়িক অব্যাহতি দিয়ে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

থানার ওসি শফিকুল ইসলাম জানান, দলীয় নেতারা তাকে বলেছেন, ওই দুই নেতা (যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের) আগে আওয়ামী লীগ করতেন, সম্প্রতি গণঅধিকার পরিষদে যোগ দিয়েছেন।

আসিফ

×