ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

শিবিরকে মাইনাস করার প্রশ্নে যা বললেন সারজিস!

প্রকাশিত: ১১:৫৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শিবিরকে মাইনাস করার প্রশ্নে যা বললেন সারজিস!

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরকে মাইনাস করার প্রশ্নে সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “আমাদের রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা হচ্ছে এটা যে আমাদের ভিতরে কোনো পীর নাই। যেই পীর কোনো একটা কথা বললে ওইটা অবনত মস্তকে সবাই মেনে নিবে। গণভবন থেকে যেই কথা আসবে ওই কথা পুরো বাংলাদেশ মাথা নিচু করে মেনে নিবে। বরং আমাদের ভিতরে এই পাওয়ার প্র‌্যাকটিসের যে একটা জায়গা, পলিসি মেকিংয়ের জায়গা এই জায়গায় নিজেদের ভেতর দরকষাকষি হয়, মতপার্থক্য হয় এবং এটা আপনারা পর্যন্ত জানতে পারেন। কারণ আমরা ওই ওপেন স্পেসটা দেই। এটাই হচ্ছে আমাদের দলের ভিতরে ডেমোক্রেসির যে চেষ্টা বা ডেমোক্রেসির যে এনভায়রনমেন্ট সেটা।” 

সারজিস বলেন, আমরা আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলে দেই, আমাদের ভেতরে এই মতপার্থক্য অভ্যত্থানের শুরু থেকেই ডিসিশন মেকিং এ আমরা এই ডিসকাশনে যেতাম। যেকোন একটা বিষয়কে সামনে রেখে আমাদের ভেতরে প্রচুর যুক্তিতর্ক হয় এবং ফাইনালি যখন একটা ডিসিশন হয় আমরা সবাই এই ডিসিশসের উপর দাড়িয়ে সিদ্ধান্ত বাস্তবায়নে যাই। একইভাবে এই রাজনৈতিক দল গঠনের একটা প্রক্রিয়া এই জাতীয় নাগরিক কমিটি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন একটা প্লাটফর্ম যেখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সকল স্টেকহোল্ডার আছে। এখানে এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ঘরানায় রাজনীতি করতো, এখন তারা এই প্লাটফর্মে এসেছে নতুন নতুন বাংলাদেশের চিন্তাকে সামনে রেখে।

তিনি বলেন, আমাদের ভিতরে যে মতপার্থক্য দেখছেন এটা সামনে আরো হবে। কিন্তু এই মতপার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসবো আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র‌্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনোকিছুই থাকবে না বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে সকলে আমরা আবার ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের জন্য নতুন একটি ছাত্র-জনতার রাজনৈতিক দল নিয়ে বাংলাদেশের ছাত্রজনতার যে কাঙ্খিত চাওয়া আগামীর বাংলাদেশের চাওয়া সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করবো।

 

ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=ke6nlF_wtco

শিহাব

×