ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হবে: আসিফ

প্রকাশিত: ১১:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শাস্তির আওতায় আনা হবে: আসিফ

ছবিঃ সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর বার্তা

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুলে ‘তারুণ্যের উৎসবে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “বর্তমান সরকার তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়। তাই যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে তরুণদের এগিয়ে আসতে হবে।”

তিনি আরও জানান, পুলিশকে আরও জনবান্ধব করতে সরকার কাজ করছে। জনগণের নিরাপত্তা ও সেবার মান বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, “আওয়ামী লীগের জন্য আর কোনো নির্বাচন অবশিষ্ট নেই। শুধু নিষিদ্ধ করাই নয়, এই দলকে সম্পূর্ণ নির্মূল করতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি, তবে দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা যাচ্ছে।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশ স্বাভাবিক রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। যারা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

 

আসিফ মাহমুদের বক্তব্য অনুযায়ী, দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে রাজনীতির ক্ষেত্রেও বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

জাফরান

×