ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

রামদা হাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ১১:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:২১, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

রামদা হাতে ভাইরাল যুবদল নেতাকে বহিষ্কার

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাসে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। আজ বুধবার সকাল থেকে ক্যাম্পাসের প্রধান ফটকের চারপাশে সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় আতঙ্কে কিছু শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে যেতে দেখা গেছে।

গতকাল মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদা হাতে দাঁড়িয়ে থাকা খুলনার যুবদল নেতা মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তাঁর রামদা হাতে দাঁড়িয়ে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে খুলনা জেলা শাখার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদল কোনো অপরাধীর দায়দায়িত্ব নেবে না এবং দলীয় নেতাকর্মীদের মাহবুবুর রহমানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েটের এই সংঘর্ষের সূত্রপাত ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। রাতেই কিছু শিক্ষার্থী প্রেস ব্রিফিং করে পাঁচ দফা দাবি জানান, যার মধ্যে রয়েছে—ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা, হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপাচার্য, সহ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগ। দাবি পূরণের জন্য আজ বুধবার দুপুর একটার মধ্যে সময়সীমা বেঁধে দিয়েছেন তারা, অন্যথায় সব ধরনের ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এদিকে আজ দুপুরে কুয়েটের চলমান পরিস্থিতি নিয়ে খুলনা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সেখানে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে পরবর্তী করণীয় নিয়ে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

সূত্র : https://www.prothomalo.com/bangladesh/district/zzfg0ypgbk

আসিফ

×