ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারব না – মাহফুজ আলম

প্রকাশিত: ১১:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারব না – মাহফুজ আলম

ছবি : সংগৃহীত

এবার হোঁচট খেলে আর উঠে দাঁড়াতে পারব না – মাহফুজ আলম

মঙ্গলবার দুপুরে তারুণ্যের উৎসব ২০২৫-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। দেশব্যাপী আয়োজিত এই উৎসবের অংশ হিসেবে ঢাকায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তাদের মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করেছে।

 

 

 

 

উৎসবের অংশ হিসাবে, মঙ্গলবার এবং বুধবার পিআইবি চত্বরে আলোকচিত্র, গ্রাফিতি এবং ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠানে বলেন, এবারের তরুণ প্রজন্ম যখন বুড়ো হবে, তখন তাদের রাষ্ট্র গড়ার সুযোগ থাকবে না। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ বারবার ভুল করেছে এবং হোঁচট খেয়েছে, আর এখন যদি আরেকটি হোঁচট খায়, তাহলে আর উঠে দাঁড়ানো সম্ভব হবে না।

 

 

 

 

 

মাহফুজ আলম বলেন, রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে পাওয়া সুযোগগুলো কাজে লাগানো উচিত এবং তরুণ সমাজকে বৈশ্বিক নেতৃত্বে নেতৃত্ব দিতে হবে। তিনি শেখ মুজিব এবং হাসিনার ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং জানান, বর্তমান সময় ফ্যাসিস্টদের উৎখাত করার জন্য উপযুক্ত।

আঁখি

×