ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

সরকারে থাকার ইচ্ছা থাকলে পদত্যাগ করে নির্বাচনে আসুন: মির্জা ফখরুল

প্রকাশিত: ১১:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

সরকারে থাকার ইচ্ছা থাকলে পদত্যাগ করে নির্বাচনে আসুন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

সরকারে থাকার আকাঙ্ক্ষা থাকলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর শহরের টাউনহল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, "যদি সরকারে থাকার খায়েশ জাগে, তাহলে পদত্যাগ করুন। এরপর নির্বাচনে আসুন। সরকারের বাইরে গিয়ে নতুন দল করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সরকারে থেকে এ ধরনের কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।"

তিনি আরও বলেন, "আগে জাতীয় নির্বাচন দিন, তারপর স্থানীয় সরকার নির্বাচন। কোনোভাবেই আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না।"

বিএনপি মহাসচিব সরকারের সংস্কারের উদ্যোগ নিয়ে বলেন, "বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে, তা নতুন কিছু নয়। ২০১৬ সালে বেগম খালেদা জিয়া এই একই প্রস্তাব দিয়েছিলেন। তারপরও যতটুকু সংস্কার দরকার, ততটুকু করে দ্রুত নির্বাচন দিতে হবে। আমরা আশাবাদী, ইউনূস সরকার দ্রুত জাতীয় নির্বাচন দেবে।"

আসিফ

×