ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক ব্যর্থ হবার ৭ আলামত : গোলাম মাওলা রনি

প্রকাশিত: ১০:০৮, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:২৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক ব্যর্থ হবার ৭ আলামত : গোলাম মাওলা রনি

ছবি : সংগৃহীত

ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক ব্যর্থ হবার ৭ আলামত : গোলাম মাওলা রনি

জুলাই-অগাস্টের বিপ্লবের মহানায়ক ছাত্ররা, যারা বর্তমানে সমন্বয়ক, উপদেষ্টা, নেতা, মন্ত্রী বা মন্ত্রীর মতো জীবনযাপন করছেন, তারা একটি রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। তবে, বর্তমান বাংলাদেশের বাস্তবতা হলো, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসে ছাত্রদের প্রতি যে ভালোবাসা ও মর্যাদাবোধ ছিল, তা এখন নানা কারণে বিতর্কিত এবং সমালোচিত হচ্ছে

 

 

 

 

গত কয়েক মাসে তাদের যে প্রভাব ছিল, তা এখন প্রায় তলানিতে। পূর্বে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশে ছাত্রদের মধ্যে যেসব পারস্পরিক সম্পর্ক ছিল, তা এখন বিলীন হয়ে গেছে। সামাজিক মাধ্যমেও আমরা তাদের প্রতি ধৈর্য্য হারিয়ে ফেলেছি এবং নানা ধরনের মতবাদ উত্থাপন করছি। 

 

 

 

 

 

 

গোলাম মাওলা রনি বলেছেন, তিনি পূর্বের মতো বর্তমানেও ছাত্রদের প্রতি কৃতজ্ঞ রয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনের সময়ে একজন লেখক হিসেবে তিনি সরকারের বিরুদ্ধে লিখে ব্যাপক আর্থিক সংকটে পড়েন, যদিও জামায়াতের আমীরের পরিস্থিতি তার থেকে ১০০ গুণ খারাপ ছিল। সে সময় তার একমাত্র অবলম্বন ছিল আল্লাহর কাছে প্রার্থনা। তিনি আন্দোলনকারীদের নিজের সন্তানের থেকেও শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন। ছাত্ররা রাজনীতিতে পদার্পণ করছে, তাই তিনি তাদের কিছু পরামর্শ দিয়েছেন। 

 

 

 

 

নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে যেসব ভুল হতে পারে, সেগুলো নিয়ে তিনি বলেন:
১. যারা বর্তমানে সরকার বা রাষ্ট্রের ক্ষমতার সঙ্গে যুক্ত, তাদের জন্য রাজপথে নামার পর রাজনীতির কঠিন বাস্তবতা ও সমালোচনাগুলি মানসিকভাবে বিরাট বাধা হতে পারে।
২. তাদের মধ্যে অনৈক্য তৈরি হয়েছে এবং তা আরও বাড়বে, পদবী নিয়ে মনোমালিন্য ঘটতে পারে।
৩. যেসব আমলাতন্ত্র তাদের সুরক্ষা দিচ্ছে, যেমন এনএসআই, ডি জি এফ, তারা তাদের নিয়ে খেলবে, এবং এসব শক্তির সহায়তায় কোনো রাজনৈতিক দল বাংলাদেশে কখনো জয়ী হয়নি।

 

 

 

 

 


৪. তাদের প্রতিপক্ষরা বয়স এবং অভিজ্ঞতায় অনেক বড় এবং শক্তিশালী, তাদের সাথে কোনো প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন।
৫. তাদের শত্রুরা অনেক বড়, শক্তিতে অসম প্রতিদ্বন্দ্বিতা সম্ভব নয়।
৬. তরুণ রাজনীতিবিদদের কোনো রাজনৈতিক বা কূটনৈতিক পরিমণ্ডল নেই, যা তাদের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করবে।

 

 

 

 


৭. সর্বশেষ, তারা এখন পর্যন্ত অভিভাবক বা গাইড হিসেবে কাউকে পাননি, এবং তাদের ভাবনার আদর্শের ব্যক্তিদের সাথে তাদের যে ফাঁক রয়েছে, তা তাদের জন্য সমস্যা তৈরি করবে।

আঁখি

×