ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

মির্জা আজমকে ধরতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৫:৩৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

মির্জা আজমকে ধরতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম রয়েছেন সন্দেহে রাজধানীর ধানমন্ডিতে একটি বাড়িতে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ধানমন্ডি ২৮ নম্বর রোডের ১৬ নম্বর বাসা প্রথমে ঘিরে রাখেন র‌্যাব। পরে রাত সোয়া ১১টার দিকে র‌্যাব, পুলিশ ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক), এনএসআই অভিযানে অংশ নিয়েছে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান শুরু হয়েছে। ওই বাড়িতে আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী-এমপি থাকতেন। ৫ আগস্ট সরকার পতনের পর তারা পালিয়েছেন। খবর ছিল মির্জা আজম ওই বাড়িতে থাকতে পারেন, এমন খবরেই অভিযান শুরু হয়েছে।

রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মূলত র‌্যাবের তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছে। পুলিশের সদস্যরা সেখানে আছেন। তথ্য রয়েছে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ওই বাড়িতে থাকতে পারেন।  

অন্যদিকে, দুদকের সহকারী পরিচালক হাবিবুর রহমান জানান, বাড়িটিতে বৈদেশিক মুদ্রা রয়েছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে।

প্রসঙ্গত, মির্জা আজম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি নৌকা প্রতিকে ৭বার জামালপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক।

শহীদ

×