ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচন করেন: মির্জা ফখরুল

প্রকাশিত: ০১:২৫, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ক্ষমতার খায়েশ থাকলে পদত্যাগ করে নির্বাচন করেন: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "দেশের মানুষ সংস্কার বোঝে না, তারা চায় শান্তি ও সুশাসন। যত দ্রুত দেশে সাধারণ নির্বাচন হবে, তত দ্রুত দেশে স্থিতিশীলতা ফিরবে।"

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে সকাল থেকেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস।

দলীয় নেতারা জানান, দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির প্রথম মুক্ত পরিবেশে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, যা দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সমাবেশে যোগ দিয়ে মির্জা ফখরুল বলেন, "যত দ্রুত জাতীয় নির্বাচন হবে, তত দ্রুত দেশে শান্তি ফিরবে। তবে কোনোভাবেই জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া যাবে না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না।"

সরকারের উদ্দেশে তিনি বলেন, "যদি ক্ষমতার খায়েশ থাকে, তাহলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নিন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। যারা ক্ষমতায় থাকতে চান, তারা দল গঠন করুন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসুন।"

ভিডিও দেখুন: https://youtu.be/Rf2j2UntojU?si=YVQ_q-cZjRokAO9d

এম.কে.

×