
ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তার
নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখী আক্তারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈনু।
তিনি বলেন, দুপুরে সনদপত্র তুলতে বৈশাখী কলেজে যান। এ সময় শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটকে রাখেন এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, বৈশাখীর নামে লালবাগ থানায় কোনো মামলা নেই। অন্য কোনো থানায় মামলা আছে কি না সেটি খোঁজ নেওয়া হচ্ছে। তারপর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শহীদ