ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

কুয়েটে সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না:ইশরাক হোসেন

প্রকাশিত: ২৩:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২৩:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

কুয়েটে সংঘর্ষে জড়িতদের রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না:ইশরাক হোসেন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) মঙ্গলবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও উত্তেজনার সৃষ্টি হয়, যা দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। 
তিনি বলেন, “ছবি, ভিডিও ফুটেজ রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বলবো তথ্য অনুযায়ী কুয়েটের হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। অপরাধীদের কোনও রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না।”


এর আগের স্ট্যাটাসে ইশরাক হোসেন ছাত্র সন্ত্রাস ও ছাত্র রাজনীতি এক নয় জানিয়ে লিখেন,“কুয়েটে যারাই দোষী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক।তবে যে ছাত্ররা আন্দোলন করে হাসিনার চুড়ান্ত পতনের নেতৃত্ব দিলো, তারা কোন যুক্তিতে ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়? ছাত্র রাজনীতি না থাকলে ছাত্রলীগের সন্ত্রাস মোকাবেলা করে দেশকে মুক্ত করার ভূমিকা ছাত্ররা রাখতে পারতো? ৫২, ৭১, ৯০ এ ছাত্ররা কি দেশের জন্যে ও অধিকারের জন্যে জীবন দেয় নাই? ছাত্র সন্ত্রাস ও ছাত্র রাজনীতি এক নয়।”

আফরোজা

×