ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

যেখানেই হাত দেই সেখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায়: উপদেষ্টা মাহফুজ

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২২:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

যেখানেই হাত দেই সেখানেই আওয়ামী লীগের লোক পাওয়া যায়: উপদেষ্টা  মাহফুজ

ছবিঃ জনকণ্ঠ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. মাহফুজ আলম মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) অনুষ্ঠিত 'তারুণ্যের উৎসব'-এ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের তরুণেরা আন্তর্জাতিক পরিমণ্ডলে স্থান করে নিয়েছে।" তিনি আরও উল্লেখ করেন, "যেখানে হাত দেই সেখানে আওয়ামী লীগের লোক পাওয়া যায়, যেখানে হাত দেই না কেন আদর্শিক গুন্ডাদের পাওয়া যায়। শেখ হাসিনার সময় যে ফ্যাসিবাদ ছিল, সেখানে তার দলীয় নেতা-কর্মী ছাড়াও প্রশাসন এবং পুলিশের লোকও ছিল।"

উপদেষ্টা মাহফুজ আলম জুলাই গণঅভ্যুত্থানকে 'দ্বিতীয় স্বাধীনতা' হিসেবে অভিহিত করে বলেন, "এই অভ্যুত্থানের মাধ্যমে তরুণ সমাজ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দিয়েছে। এটি একটি বৈশ্বিক ঘটনা।" তিনি তারুণ্যের উৎসবের প্রসঙ্গে বলেন, "তরুণ প্রজন্মকে সৃজনশীল প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তরুণ প্রজন্ম উদ্দীপ্ত হবে।"

বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন, "এক দল, এক দেশ ও এক নেতা—এই নীতিতে শেখ হাসিনা দেশ পরিচালনা করেছেন। তিনি প্রশাসনকে নিজের দলের অধীন করেছেন। শেখ হাসিনা রাষ্ট্রের টাকা খরচ করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীতে আদর্শিক গুন্ডা লালন-পালন করেছেন। এই আদর্শিক গুন্ডারা বাংলাদেশের হাজারো মানুষকে গুম, খুন ও নির্যাতন করেছে।"

সূত্র: https://www.facebook.com/share/v/1B4iUWrb4A/

জাফরান

×