ঢাকা, বাংলাদেশ   শনিবার ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ১৯:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৯:২২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

দুর্নীতি কমাতে না পারলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতি সমূলে ধ্বংস করা না গেলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব হবে না। তিনি বলেন, সব স্তর থেকে দুর্নীতি কমানোর উদ্যোগ নিতে হবে, এবং এ বিষয়ে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের কার্য-অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কার্য-অধিবেশনে মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও কৃষি খাতের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। জেলা প্রশাসকরা সীমান্ত এলাকায় বিজিবির উপস্থিতি বাড়ানো, নৌপথে নিরাপত্তা জোরদারে নৌ পুলিশ বৃদ্ধি এবং গাজীপুর মেট্রোপলিটন এলাকাসহ শিল্প পুলিশের জনবল বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন। এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও উন্নতির আরও সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সারাদেশে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করা হচ্ছে, যা আইনশৃঙ্খলার উন্নয়নে ভূমিকা রাখবে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কার্য-অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বিপিএমসহ স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্নীতি রোধ, আইনশৃঙ্খলার উন্নতি এবং সীমান্ত ও নৌপথ নিরাপত্তা জোরদারের পাশাপাশি কৃষি খাতের অগ্রগতিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

সায়মা ইসলাম

×