
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতির সহিংস রূপ আবারও সামনে এসেছে। আলোচিত লেখক সাদিকুর রহমান খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে সরব হয়েছেন এই বিষয়ে। তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন, "ক্যাম্পাস লেখাপড়ার জায়গা, রাজনীতির না!"
আজ (১৮ ফেব্রুয়ারি) কুয়েটে সহিংসতার ঘটনায় একজন ছাত্রকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছএ। সাদিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ক্ষমতায় আসার আগেই যদি এই সহিংস চিত্র দেখা যায়, তবে ক্ষমতায় আসার পর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, তা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি আরও অভিযোগ করেন, অনলাইনে একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের সমর্থকরা হামলাকে জাস্টিফাই করছে, যা ছাত্ররাজনীতির নৃশংস চেহারারই আরেকটি উদাহরণ।
সাদিকুর রহমান তাঁর স্ট্যাটাসে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনীতিমুক্ত করার আহ্বান জানিয়ে লেখেন, "বাংলাদেশের ছাত্ররা লেখাপড়া বাদে সবকিছুই করেছে, এবার অন্তত ছাত্রদের মাফ করুন। ক্যাম্পাসকে রাজনীতি থেকে মুক্ত করুন—সাধারণ ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা আজীবন দোয়া করবে।"
এই আহ্বান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। এখন দেখার বিষয়, শিক্ষাঙ্গনকে সহিংস রাজনীতির ছায়া থেকে মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয় কি না!
আসিফ