
ছবিঃ সংগৃহীত
প্রাক্তন মন্ত্রী হওয়া মানেই কারাগারে বিশেষ সুবিধা (ডিভিশন) পাওয়া—এই প্রচলিত বিধানে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ মঙ্গলবার (১৮ ফেরব্রুয়ারি ) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার বক্তব্য, যারা গণহত্যা বা গুরুতর অপরাধে অভিযুক্ত, তাদের কারাগারে ডিভিশন দেওয়া দুঃখজনক এবং এ ধরনের অবস্থা সমাজে ভুল বার্তা পৌঁছায়।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “আগে মন্ত্রী ছিলেন বলে কারাগারে ডিভিশন পাওয়ার বিধান পরিবর্তন আনা জরুরি। গণহত্যাকারী বা মানবতাবিরোধী অপরাধীদের কারাগারে বিশেষ সুবিধা পাওয়াটা ন্যায়বিচারের পরিপন্থী ও দুঃখজনক।”
আসিফ