
ছবিঃ সংগৃহীত।
শিবিরের বিরুদ্ধে গুপ্ত রাজনীতি করার অভিযোগ অনেক আগে থেকেই। তবে এবার আব্দুল কাদের বললেন অন্য কথা। তিনি বলেন হলগুলোতেও শিবিরের কমিটি রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার প্রচার সম্পাদক তানভীর আল হাদী মায়েদ এর ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন সমন্বয়ক আব্দুল কাদের। অনেকেই মনে করেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে নিজেদের নিরপেক্ষ প্রমাণ করার জন্যই শিবির তাদের হল কমিটিগুলো প্রকাশ্যে আনছে না।
এই বিষয়ে ছাত্রদল নেতা তানভীর আল হাদী মায়েদ লিখেন, শিবিরের হল কমিটি আছে এ বিষয়ে আমার বন্ধু Abdul Kader নিশ্চিত করেছেন। এটা হলের সবার কাছে ওপেন-সিক্রেট।প্রেসিডেন্ট-সেক্রেটারি কারা তাও আমরা জানি। কিন্তু ব্যাক্তি নিজে স্বীকার না করার আগে যদি আমরা কাউকে বলি তাহলে সেটা ট্যাগিং হিসেবে প্রচার করা হবে। যাই হোক দুঃখের বিষয়, মিস্টার কাদের জানার পরও হলে শিবির কমিটির বিরুদ্ধে কোন কথা বলছেন না। আমার সাথে দেখা হলে তিনি প্রায়ই জিজ্ঞেস করেন, তোমরা হল কমিটি করছো না কেন মায়েদ?
মুহাম্মদ ওমর ফারুক