ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

যদি ক্রেডিটবাজি কাজে লাগত, ধানমন্ডি ৩২ আজও দাঁড়িয়ে থাকতো: ফাহাম

প্রকাশিত: ১৬:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

যদি ক্রেডিটবাজি কাজে লাগত, ধানমন্ডি ৩২ আজও  দাঁড়িয়ে থাকতো: ফাহাম

ছবিঃ সংগৃহীত

জুলাই অভ্যুত্থান নিয়ে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতা অর্থহীন এবং ধ্বংসাত্মক — এমনটাই মনে করেন প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আবদুস সালাম। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, এই ঘটনার নির্মোহ মূল্যায়ন হতে অন্তত ৩০ থেকে ৪০ বছর সময় লাগবে।

তার মতে, ভবিষ্যতের কর্মকাণ্ডই অতীতের (অর্থাৎ বর্তমান সময়ের) প্রকৃত মূল্যায়ন করবে। তিনি আরও উল্লেখ করেন, "ক্রেডিটবাজি যদি কাজে দিত, তবে ৩২ নম্বর এখনো দাঁড়িয়ে থাকতো," ইঙ্গিত করে তিনি ঐতিহাসিক রাজনৈতিক প্রেক্ষাপটের প্রতি ইঙ্গিত দেন।

আসিফ

×