
ছবি: সংগৃহীত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শফিকুল আলম সম্প্রতি মন্তব্য করেছেন যে, বাংলাদেশে তরুণরাই নতুন করে দেশ নির্মাণ করবে। তিনি বলেছেন, "বুড়োরা পারেনি, তাই অপেক্ষা করতে হয়েছে আসিফ ও নাহিদদের জন্য।"
তিনি আরও বলেন, "যারা পোল্ট্রি চিকেন বলে এই জেনারেশন নিয়ে বাজে কথা বলতেন, তারাও এখন সেই তরুণদের মাঝে জায়গা পাচ্ছেন। এই তরুণরাই পরিবর্তন আনবে, তারা এই নতুন রেভুলিউশন চালাবে। আর এই পুরো উৎসবে তরুণদের ভূমিকা ছিল অনস্বীকার্য।"
শফিকুল আলম বলেন, "বাংলাদেশে যে তরুণদের উৎসব চলছে, তার মধ্যে সর্বোচ্চ সাফল্য পাওয়া গেছে। ২৯০০টি মেয়ে ক্রিকেট, ফুটবল, কাবাডি খেলেছে। এমনকি কিছু স্থানেও তাদের খেলা হয়েছিল, যা দেশের ইতিহাসে একদম নতুন।"
তিনি আরও যোগ করেন, "আমরা মনে করি, তরুণদের এনার্জি আবার বাংলাদেশকে উদ্দীপ্ত করতে পারে। একসময় আমাদেরও মঞ্চে দাঁড়ানোর সুযোগ ছিল না, কিন্তু এখন তরুণরা সামনে এসে দেশ পরিবর্তন করছে।"
এবং শেষে তিনি বলেন, "আমরা আশাবাদী যে, আগামীতে আরও বেশি তরুণ তাদের উদ্দীপনা এবং এনার্জি নিয়ে বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ করবে।"
এই মন্তব্যগুলি বাংলাদেশের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস এবং আগ্রহের নতুন দিগন্ত খুলে দিয়েছে, এবং তারা যেন দেশের ভবিষ্যত নির্মাণে আরো ভূমিকা রাখে, সে বিষয়ে দৃঢ় বিশ্বাসের প্রতিফলন।
সূত্র: https://www.youtube.com/watch?v=9bwptqeVgug&ab_channel=EKHONTV
নুসরাত