ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১১:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, যাকে সম্প্রতি বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার প্রধান রেজাউল করিম মল্লিক মঙ্গলবার এ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন।

তবে, তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা এবং কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখযোগ্য যে, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০ আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। সেখানে তিনি কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্ব নেন।

এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে সরকার মো. জাহাঙ্গীর আলম বুলবুলকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে কাজ করেছেন।

নুসরাত

×