
ছবি: সংগৃহীত।
শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠনের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে চলছে কথার লড়াই। শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরেছে।
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেছেন, "কোন দলীয় আদর্শে লড়াই করেনি ছাত্রজনতা। ইতিহাস যেন বিকৃত না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত।"
এদিকে, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তার ভেরিফাইড পেইজে হুশিয়ারি দেন, "জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা যাবে না।" আন্দোলনে নিজেদের অবস্থান তুলে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদও একই সুরে কথা বলেন।
শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে কেন এত বিতর্ক? এ বিষয়ে জানতে চাওয়া হলে, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, "এখানে কোন একক মাস্টারমাইন্ড নেই। সবার অংশগ্রহণে আন্দোলন হয়েছে।" তিনি বলেন, "আমরা চাই যে, ইতিহাস বিকৃত না হয়ে সত্য ইতিহাসগুলো সবাই জানুক।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক রুশাদ ফরিদী বলেন, "এই আন্দোলন এবং তার স্টেক নেওয়ার জন্য দুই সংগঠনের মধ্যে একটি দ্বন্দ্ব আছে। তবে, এক জায়গায় তাদের মধ্যে মতভেদ নেই আর তা হলো, জুলাই আন্দোলনের ইতিহাস যেন বিকৃত না হয়।"
শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে একদিকে বিতর্ক চলছে, অন্যদিকে আন্দোলনের ইতিহাস রক্ষার তীব্র আহ্বান উঠছে।
নুসরাত