ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

স্থানীয় নির্বাচন কেন আগে চায় জামায়াত?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:২১, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

স্থানীয় নির্বাচন কেন আগে চায় জামায়াত?

বাংলাদেশ জামায়াতে ইসলামী

জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এটি নিয়েই বিভেদ তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপিসহ প্রধান রাজনৈতিক দলগুলো বলছে আগে জাতীয় নির্বাচন আয়োজনের কথা। অপরদিকে জামায়াতে ইসলামী চাইছে আগে স্থানীয় নির্বাচন এবং পরে জাতীয় নির্বাচন। 
 
আগে স্থানীয় নির্বাচন হলে এখানে লাভটা আসলে কার? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আর একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। নেটিজেনদের মতে হাসিনার ষড়যন্ত্রেরই একটা অংশ স্থানীয় নির্বাচন আগে চাওয়া।

স্বৈরাচার হাসিনার ভারতের সাথে মিলে করা এই ষড়যন্ত্র বুঝতে না পারলে তার কঠিন খেসারত দিতে হবে বাংলাদেশের জনগণ আর অন্তর্বর্তী সরকারকে এমনটিই মনে করেন নেটিজেনরা। ইতিমধ্যে জামায়াতের স্থানীয় নির্বাচন আগে চাওয়ার সিদ্ধান্তের ঘোর বিরোধীতা করেছে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যগ্মমহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ প্রভাবশালী রাজনৈতিক নেতারা জামায়াতের এই সিদ্ধান্তের বিরোধীতা করে জাতীয় নির্বাচন আগে দেয়ার দাবি জানিয়েছে। 
 

শহীদ

×