ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

অনেক ভাঙ্গা ভাঙ্গি দেখছি,কিন্তু সরকার মাফিয়া সিন্ডিকেট ভাঙতে পারছেন না কেন?- রিজভী

প্রকাশিত: ০১:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০১:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

অনেক ভাঙ্গা ভাঙ্গি দেখছি,কিন্তু সরকার মাফিয়া সিন্ডিকেট ভাঙতে পারছেন না কেন?- রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউটে “আমরা বিএনপি পরিবার” কর্তৃক আয়োজিত ২৪ এর গণঅভ্যুত্থানে আহত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ফটোসাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা বলেন, “এটা তো আন্দোলনের সরকার, বিপ্লবের সরকার। বিপ্লবের সরকার তো আগে এই সমস্ত জিনিসগুলোকে ধরবে, এগুলো তো আগে ভাঙবে অন্য কিছু ভাঙ্গাভাঙ্গির আগে। কিন্তু এটা করতে পারছেনা”


রুহুল কবির রিজভী বলেন,“অনেক কিছু তো হয়েছে। এই সরকার তো অনেক রক্ত ঝরা আন্দোলনের সরকার। অনেক শিশু কিশোর তরুণের রক্তের উপর দিয়ে সরকার হয়েছে।কিন্তু এই সরকার যদি শ্লথ গতি হতে থাকে তাহলে মানুষের কাছে যে ধরনের প্রশ্নবোধক চিহ্ন আসবে,সেটাকে তারা ঢাকবেন কি করে?”


মুদ্রাস্ফীতি ও সিন্ডিকেট প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে  রুহুল কবির রিজভী বলেন, “এই সরকার অনেক রক্ত ঝরিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু মানুষের পেটে ভাত নেই, নিম্ন আয়ের মানুষ সিএনজি চালক ও রিকশাওয়ালারা এক কেজি চাল কেনার সামর্থ্য হারিয়েছে। মুদ্রাস্ফীতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, কিন্তু সরকার সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ।


তিনি বলেন, “দেশি বিস্কুট, মশার কয়েলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর ১৫% ভ্যাট বসানো হয়েছে। তাহলে নিম্ন আয়ের মানুষ কিভাবে জীবনযাপন করবে? সরকারের প্রধান দায়িত্ব মাফিয়া সিন্ডিকেট ধ্বংস করা, কিন্তু সেটাই হচ্ছে না।”


তিনি আরও বলেন, “বাংলাদেশের পুরো পোল্ট্রি শিল্প তিন থেকে চারটি কোম্পানি নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট ভাঙা কি সম্ভব নয়? সরকার তা করছে না কেন? সিন্ডিকেটের কারণেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হুহু করে বাড়ছে।


তিনি বলেন, “বাণিজ্য উপদেষ্টা নিয়োগের পরদিনই সয়াবিন তেলের দাম আট টাকা বেড়ে যায়। এরপর বাজার থেকে সয়াবিন তেল উধাও হয়ে যায়, এবং পরে পুনরায় ফিরে আসে উচ্চ দামে বিক্রির জন্য। এই চক্রান্তের পেছনে কারা কাজ করছে?”


রিজভী বলেন, “সরকার যদি শ্লথ গতিতে চলে, তাহলে জনগণের মনে প্রশ্নবোধক চিহ্ন আসবে, যা সরকার ঢাকতে পারবে না। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন আরও তীব্র হবে।”


সূত্র:https://tinyurl.com/3z2wjr3s
 

আফরোজা

×