
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে “আমরা বিএনপি পরিবার” আয়োজিত এক মতবিনিময় সভায় আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বলেন, “আমি এর আগেও বলেছি, শেখ হাসিনা অনুশোচনাহীন, গোটা আওয়ামী লীগই অনুশোচনাহীন। অনুশোচনাহীন বলেই তাদের কোন লজ্জা শরম নাই।”
তিনি আরো বলেন,“ শিশু মারা যাচ্ছে, তরুণ মারা যাচ্ছে, তবুও তিনি ক্ষমতা ছাড়বেন না। যে দেশের মানুষের রক্ত ঝরছে, কিন্তু তাকে ক্ষমতায় থাকতে হবে অন্যায়ভাবে। সমস্ত ভোট, নির্বাচন, আইন-কানুনকে তছনছ করে উনাকে থাকতেই হবে।”
রুহুল কবির রিজভী বলেন,মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কমিটি আছে ,তারা একেবারে উইথ অর্গানাইজেশন গিয়ে ওয়েলকাম জানাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাচ্ছে, ওয়েলকাম মোদি ,ওয়েলকাম মোদি করছে! এমনকি কিছু ভারতীয় সাংবাদিকও বিস্মিত হয়ে বলছেন, ‘আওয়ামী লীগ কি বিজেপির আরেকটি শাখা নাকি?’”
তিনি বলেন, “ভিন দেশের এক প্রধানমন্ত্রীর কাছে এমন জঘন্য আকুতি জানানোই প্রমাণ করে যে, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসে, তাহলে তারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের কোনো চিহ্নই রাখবে না।”
সূত্র:https://tinyurl.com/3z2wjr3s
আফরোজা