
ছবি: সংগৃহীত
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বলেছেন, "শেখ হাসিনা এখনো মনে করেন দেশের মানুষ তাকে ভালোবাসে, কিন্তু তার দিল্লির স্টেটমেন্ট থেকে স্পষ্ট হয়ে ওঠে যে তিনি বাংলাদেশের বাস্তবতা সম্পর্কে কোনও ধারণা রাখেন না।"
রেজা কিবরিয়া আরও জানান, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে এক সময়ে বিলুপ্ত হয়ে যাবে।
তিনি দাবি করেন, "যে কাজটা বিএনপি করতে পারেনি, সেটাই শেখ হাসিনা করেছে। আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়েছে এবং জনগণের মনে তাদের প্রতি ঘৃণা সৃষ্টি করেছে।"
এছাড়া, শেখ হাসিনার ব্যপারে তিনি বলেন, "বিরোধী দলকে দমন করার জন্য যে অত্যাচার করা হয়েছে, তা দেশবাসী কখনো ভুলবে না। তিনি আসলে জানেন না যে মানুষ তাকে কতটা ঘৃণা করে।"
ভিডিও দেখুন: https://youtu.be/m_e6dGRLLEo?si=6ngMyMAsMdyQnW8-
এম.কে.